কাছাড়ের বালাছড়ায় কিশোরের লাশ উদ্ধার

শিলচর (অসম), ২৪ মে (হি.স.) : কাছাড় জেলার বড়খলা বালাছড়ায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার হওয়া নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে ।

জানা যায় যে, বড়খলার বালাছড়া এলাকার মনোজ বাউরি (১৬) গতকাল মঙ্গলবার সকালে তার নিজ ঘরে থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বুধবার বালাছড়া চা বাগানের চা শ্রমিকরা তার ঝুলন্ত মৃতদেহ দেখে তার বাড়িতে খবর দেয় । পরে স্থানীয় মানুষের সহযোগে সঙ্গে সঙ্গে বড়খলা থানায় খবর দেওয়া হয় । খবর পেয়ে বড়খলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করে । ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকাজুড়ে ।