ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মে।। রাজ্যভিত্তিক বাছাই পর্ব শুরু হচ্ছে আগামীকাল থেকে। দুইদিন ব্যাপী এই বাছাই পর্বের মাধ্যমে সাতটি ইভেন্টে রাজ্য দল গঠন করা হবে। আগামী ৯ থেকে ১২ জুন ওড়িশায় অনুষ্ঠিত হচ্ছে প্রথম বারের মতো জাতীয় জনজাতীয় খেল মহোৎসব – ২০২৩। এর উদ্যোক্তা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় হলেও যৌথ সহযোগিতায় থাকছে ওড়িশা রাজ্যের ক্রীড়া ও যুব সেবা দপ্তর, কলিঙ্গ ইনস্টিটিউট অফ সোশ্যাল সাইন্স এবং ডিমড্ টু বি ইউনিভার্সিটি, ভুবনেশ্বর। এই জাতীয় জনজাতীয় খেলায় ত্রিপুরা থেকে সাতটি ইভেন্টে রাজ্য দল অংশগ্রহণ করবে বলে স্থির হয়েছে। আগামীকাল সকাল দশটায় বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে অ্যাথলেটিকসের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। আগামীকাল বেলা ১১টায় খয়েরপুরস্থিত পুরাতন আগরতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মাঠে অনুষ্ঠিত হবে খো-খো ইভেন্টের বাছাই পর্ব। একই দিনে একই সময়ে বাধারঘাটস্থিত রাইমা সুইমিং পুলে অনুষ্ঠিত হবে সাঁতারের বাছাই পর্ব। এদিকে আগামীকালই বেলা ১১ টা থেকেই আগরতলার নেতাজি চৌমুহনীস্থিত নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারে হবে যোগাসনের বাছাই পর্ব। পরদিন ২৬ মে বেলা ১১ টায় উমাকান্ত মাঠে ফুটবল, ভলিবল এবং কাবাডি এই তিনটি ইভেন্টের উপর রাজ্যভিত্তিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে ইচ্ছুক প্রত্যেক উপজাতি খেলোয়াড়দের এস টি সার্টিফিকেট ও আধার কার্ড সঙ্গে আনতে বলা হয়েছে। তবে অংশগ্রহণ করতে ইচ্ছুক রাজ্যের উপজাতি খেলোয়াড়দেরকে নিজ নিজ জেলা ক্রীড়া আধিকারিকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই রাজ্যভিত্তিক বাছাই পর্বে আসতে হবে বলে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সাধারণ সম্পাদক পাইমং মগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।