টিবি মুক্ত ত্রিপুরা গড়তে স্বাস্থ্য মিশনের উদ্যোগে কর্মসূচির সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ টিবি মুক্ত ত্রিপুরা গড়তে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা স্বাস্থ্য মিশনের  উদ্যোগে রাজ্যভিত্তিক কর্মসূচির অনুষ্ঠিত হয়৷ রাজ্যভিত্তিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷  ২০২৫ সালের মধ্যে সারাদেশ ও রাজ্য  থেকে টিবি  রোগ মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এজন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে এই সচেতনতামূলক কর্মসূচি পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর৷ বুধবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা স্বাস্থ্য মিশনের উদ্যোগে টিবি মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যভিত্তিক কর্মসূচির আয়োজন করা হয়৷ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর  নিগমের মেয়র দীপক মজুমদার৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে সিনসিনহা সহ অন্যান্যরা৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি৷ তবে মুখ্যমন্ত্রী এক ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যবাসীকে এ বিষয়ে বার্তা দিয়েছেন৷ এদিন রাজ্যভিত্তিক কর্মসূচিতে অংশ নিয়ে পুরো নিগমের মেয়র দীপক মজুমদার বলেন কেন্দ্রীয় সরকার সারা দেশ থেকে এবং রাজ্য থেকে টিবি মুক্ত করার জন্য কর্মসূচি গ্রহণ করেছে৷ এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে ব্যাপক প্রচার আন্দোলন প্রয়োজন৷ শহর থেকে গ্রাম গ্রাম থেকে পাহাড় সর্বত্র এই প্রচার আন্দোলন নিয়ে যেতে হবে৷ এজন্য স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি জনপ্রতিনিধি সহ সকল স্তরের সচেতন নাগরিকদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷