ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী বিধূভূষণ মালাকার প্রয়াত, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৪ মে (হি. স.) : ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক  বিধুভূষণ মালাকার প্রয়াত হয়েছেন। আজ সকালে কমলপুর হালাহালিতে তাঁর এক আত্মীয়ের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলে এবং দুই কন্যা  রেখে গেছেন। তাঁর প্রয়াণে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো  সদস্য মানিক সরকার, সি পি আই (এম) রাজ্য কমিটির প্রাক্তন সদস্যগণ স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, সত্তরের দশকের ঝড়ো ছাত্র আন্দোলনের সময় অবিভক্ত কৈলাশহর মহকুমার কুমারঘাট এলাকায় যে কয়েকজন ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশনের গোড়া পত্তক ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন বিধুভূষণ মালাকার। বিধুভূষণ মালাকার ছিলেন ত্রিপুরার দীর্ঘ সময়ের বিধায়কদের মধ্যে একজন। ১৯৭৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্র থেকে তিনি ত্রিপুরা বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন। 

সম্প্রতি তিনি কমলপুর হালাহালিতে তাঁর আত্মীয় নিবারণ মালাকারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ সেখানে হৃদরোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গেই তাঁকে নিকটবর্তী অপরেশ কর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

বিধুভূষণ মালাকারের প্রয়াণে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো  সদস্য মানিক সরকার, পি আই (এম) রাজ্য কমিটির প্রাক্তন সদস্যগণ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁর স্ত্রী, পুত্র-কন্যা ও পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রাক্তন মন্ত্রী বিধূভূষণ মালাকারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং পরিবার প্রিয়জনদের এই বিয়োগ ব্যথা সহ্য করার শক্তি প্রদানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।