মাদক ব্যবসায়ী আলি আসগর শিরাজীকে গ্রেফতার

মুম্বই, ২৪ মে (হি.স.) : মাদক পাচারকারী আলি আসগর শিরাজিকে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। আলি আসগর শিরাজীকে মাদক মাফিয়া কৈলাশ রাজপুতের ঘনিষ্ঠ বলে জানা গেছে। মুম্বই পুলিশ আলি আসগর শিরাজির বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করেছিল।

পুলিশ অনুসারে, মুম্বই ক্রাইম ব্রাঞ্চের পুলিশ দল ১৫ মার্চ আন্ধেরি এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি ৭৪০ গ্রাম কেটামাইন এবং ভায়াগ্রার ২৩ হাজারেরও বেশি প্যাকেট বাজেয়াপ্ত করে। কেটামিনের দাম ছিল ৭ কোটি ৮৭ লাখ টাকা, ভায়াগ্রার দাম ৫৮ লাখ টাকা। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের প্রধান আন্তর্জাতিক মাদক চোরাকারবারী কৈলাশ রাজপুত পলাতক। মুম্বাই পুলিশ কৈলাশ রাজপুত, আলি আসগর শিরাজি এবং অন্য একজনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে।

মঙ্গলবার রাতে আলি আসগর শিরাজি মুম্বাই বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার পথে পুলিশ তাকে আটক করে। মুম্বাই পুলিশ আলি আসগর শিরাজিকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, আলি আসগর শিরাজিকে গ্রেফতারের আগে পুলিশের দল শ্রীনগর ও দিল্লিতেও গিয়েছিল কিন্তু আলিকে ধরা যায়নি।