নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ কল্যাণপুর থেকে বন্ধুকে নিয়ে জিবি হাসপাতালে আসার সময় জিরানিয়া এলাকায় বাইক দুর্ঘটনায় পড়ে বিপ্লব এবং তার বন্ধু সুদীপ দেবনাথ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় সুদীপ দেবনাথ নামে সঙ্গে থাকা বিপ্লবের বন্ধুর৷ জিবি হাসপাতালে ভর্তি বিপ্লব দাস নামে এক ব্যক্তির মা৷ তাই কল্যাণপুর থেকে বন্ধুকে নিয়ে জিবি হাসপাতালে আসার সময় জিরানিয়া এলাকায় বাইক দুর্ঘটনায় পড়ে বিপ্লব এবং তার বন্ধু সুদীপ দেবনাথ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় সুদীপ দেবনাথ নামে সঙ্গে থাকা বিপ্লবের বন্ধুর৷ দমকল কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন বিপ্লব৷ এদিকে সুদীপের মৃতদেহ রাখা হয়েছে জিবি হাসপাতালের মর্গে৷ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা৷ শোকের ছায়া নেমে আসে দুই পরিবারের মধ্যে৷