শিমলা, ২৩ মে (হি.স.): হিমাচল প্রদেশের শিমলা জেলার রোহরুতে নিয়ন্ত্রণ হারিয়ে পাব্বার নদীতে পড়ে গেল যাত্রীবাহী একটি গাড়ি। এই দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ৩ যুবকের, এছাড়াও দু’জন প্রাণে বেঁচে গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে মোট ৫ জন ছিলেন। মৃতদের নাম-শ্রেয় নেগি (১৮), শিবং (১৮) ও জতির (২০)। প্রত্যেকের বাড়ি রামপুরে। আহত দু’জন হলেন-করুণ চৌহান ও রমন। তাঁদের রোহরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ মঙ্গলবার সকালে জানিয়েছেন, সোমবার রাতে শিমলা জেলার রোহরু মহকুমায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাব্বার নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু হয়েছে। গাড়িতে থাকা ৫ জন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর রামপুরে ফিরছিল। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

