নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরের হরি মন্দির রোডে একটি ওষুধের দোকান থেকে মঙ্গলবার সকাল দশটা দশ মিনিট নাগাদ ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ প্রায় কুড়ি হাজার টাকা হাতিয়ে নিয়ে গেছে চোর৷ ধর্মনগর শহর ও শহরতলী এলাকায় চুরির ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ মঙ্গলবার সকালে হরিমন্দির রোডে একটি ওষুধের দোকানে ঢুকে চোর ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ প্রায় কুড়ি হাজার টাকা নিয়ে গেছে৷ ঘটনার বিবরণ দিয়ে দোকানের মালিক জয়দীপ দেব জানান তিনি একটি কাজে পাশের দোকানে গিয়েছিলেন৷ দোকানের ওপর কর্মী জল আনতে গিয়েছিল৷ ওই সময় দোকানে কেউ ছিলনা৷ এই নির্জনতার সুযোগ কে কাজে লাগিয়ে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওষুধের দোকানের ড্রয়ারের তালা ভেঙ্গে টাকা পয়সা হাতিয়ে নিয়ে গেছে চোর৷ দোকানের মালিক পাশের দোকান থেকে ফিরে এসে এই ঘটনা লক্ষ্য করে রীতিমতো হতবাক হয়ে যান৷ সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি পার্শবর্তী দোকানের লোকজনদের জানান এবং খবর দেওয়া হয় ধর্মনগর থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্ত করে৷৷ তবে চুরি যাওয়া টাকা উদ্ধার কিংবা চোরকে আটক করার কোন খবর নেই৷ প্রকাশ্য দিবালোকে এই দুঃসাহসের চুরির ঘটনায় ধর্মনগর শহর এলাকার ব্যবসায়ীদের মধ্যে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷৷