চিপক, ২৩ মে (হি.স.): একদিন পর আবার শুরু হচ্ছে আইপিএল। চিপকে আজ পাওয়া যাবে এ বারের আইপিএলের প্রথম ফাইনালিস্ট। আজকের ম্যাচে আহমেদাবাদে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট এবং আইপিএলের চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। গত মরসুমটা ভালো কাটেনি সিএসকে-র। লিগ টেবলের ৯ নম্বরে থেকে শেষ করেছিল তারা। অন্যদিকে আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশের বছরই অর্থাৎ গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। এ বার এক অন্য এক চেন্নাই। দারুন ছন্দে রয়েছে মাহির দল। গুজরাট তাদের চ্যাম্পিয়নসুলভ সত্ত্বা ধরে রেখেছে। ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে গুজরাট। ১৭ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছেছে চেন্নাই। আজ মঙ্গলবার দেখার চিপকে কোন দল বাজিমাত করতে পারে।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ৩ বার মুখোমুখি হয়েছিল দুই দল। গত মরসুমের ২ ম্যাচে সিএসকে হেরেছিল গুজরাটের কাছে। এ বারও ছবিটা বদলায়নি। মরসুমের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে দেয় গুজরাট। সেই হারের বদলা কি এ বার নিতে পারবে চেন্নাই?