কোচবিহারে বন্দে ভারতের স্টপেজের দাবিতে অবস্থানে তৃণমূল

নয়ারহাট, ২৩ মে (হি. স.) : কোচবিহারে এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ ও মাথাভাঙ্গা রেলস্টেশন সংলগ্ন প্রায় এক কিমি বেহাল পাকা রাস্তা দ্রুত সারাইয়ের দাবিতে আন্দোলনে নামল তৃণমূল যুব কংগ্রেস। মঙ্গলবার দুপুরে রেলস্টেশন সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ দেখান কোচবিহার জেলা তৃণমূল যুব’র কর্মী-সমর্থকরা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ।

স্টেশন মাস্টারের মাধ্যমে দাবির বিষয়টি লিখিতভাবে রেলের ডিআরএমের নজরেও আনা হয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কোচবিহারে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ না দিয়ে স্থানীয় জনগণের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র সরকার। দ্রুত দাবি পূরণ না হলে সাধারণ মানুষের স্বার্থে অদূর ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুমকিও দিয়েছেন তৃণমূল নেতারা।

এছাড়াও অভিযোগ উঠছে, মাথাভাঙ্গা শহর থেকে পখিহাগামুখী পাকা রাস্তার একাংশ দীর্ঘদিন ধরেই বেহাল। রাস্তার ওই অংশটি দেখভাল করে রেল দপ্তর। খানাখন্দে ভরে গিয়েছে এক কিমি রাস্তা। ভাঙা রাস্তায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। বর্ষায় রাস্তার ওই অংশে হেঁটে চলাও দায় হয়ে পড়ে। দ্রুত ভাঙা রাস্তা সারাইয়ের দাবিতে এদিন সরব হন দলের নেতারা। রেলের মাথাভাঙ্গা স্টেশন মাস্টার অবশ্য এদিনের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *