আগরতলা, ২২ মে (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কার্যকাল নিয়ে আজ ত্রিপুরায় প্রদেশ বিজেপির একদিবাসীয় কার্যকারিণী বৈঠকে আলোচনা হয়েছে। দেশের উৎসর্গিত তাঁর অবদানে ত্রিপুরা দারুণভাবে উপকৃত হয়েছে। আজ চড়িলাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রদেশ বিজেপির কার্যকারিণী বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা। তাঁর কথায়, তৃণমূল স্তর পর্যন্ত বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়ার জন্য এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। এদিকে, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কার্যকাল সমাপ্ত হওয়ায় মাসব্যাপী কর্মসূচীর পরিকল্পনার বিষয়টি তুলে ধরেছেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, এবছর কার্যকারিণী বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কার্যকালের বিষয়ে আলোচনা হয়েছে। দেশের সেবায় তাঁর অবদানে ত্রিপুরা দারুণভাবে উপকৃত হয়েছে। এক্ট ইস্ট পলিসি-র ফলে একাধিক জনকল্যাণমুখী কর্মসূচী উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে রূপায়িত হয়েছে। তিনি বলেন, বর্তমানে ত্রিপুরা বহুমুখী যোগাযোগ ব্যবস্থার সুফল পাচ্ছে। খুব শীঘ্রই এমবিবি বিমান বন্দরে আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হবে। পাশাপাশি, ১৩টি এক্সপ্রেস ট্রেন ত্রিপুরাকে বিভিন্ন বড় শহরের সাথে জুড়েছে। সাথে তিনি যোগ করেন, জাতীয় সড়কের সংখ্যা এক থেকে বেড়ে নয় হয়েছে।
সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, নানা বিষয়ে এদিন বিস্তারিত চর্চা হয়েছে। প্রত্যেকেই তৃণমূল স্তর পর্যন্ত সংগঠনের শক্তি বৃদ্ধির উপর জোর দিয়েছেন। তাঁর কথায়, ত্রিপুরায় ৩৩২৮টি বুথ রয়েছে। প্রত্যেক বুথে অধিকাংশ ভোটার বিজেপিকে সমর্থন জানালে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে জয় অসম্ভব নয়। তাঁর দাবি, দলের কর্মীরা ভোটারদের মন জয়ে দায়িত্বশীল ভূমিকা নেবেন। লোকসভা নির্বাচনের লক্ষ্যে সেদিকে বিশেষ জোর দেওয়া হবে।
এদিন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কার্যকাল সমাপ্ত হওয়ায় ত্রিপুরায় মাসব্যাপী কর্মসূচীর পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, ৩০ মে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী নয় বছর পূর্ণ করবেন। সেই লক্ষ্যে দফাওয়ারী কর্মসূচী শুরু করা হবে। তাঁর কথায়, ২৯ মে বরিষ্ঠ নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করবেন। পাশাপাশি, বরিষ্ঠ নেতা, বুদ্ধিজীবী, প্রভাবশালী ব্যক্তিদের সাথেও নির্দিষ্ট দিনে বৈঠকের আয়োজন করা হবে। সব শেষে জুন মাসে ১০ দিবসীয় জন সম্পর্ক অভিযানের পরিকল্পনা রয়েছে, যোগ করেন তিনি।
2023-05-22

