নয়াদিল্লি, ২২ মে (হি.স.): দুই হাজার টাকার নোট বদল করার জন্য তড়িঘড়ি ব্যাঙ্কে ছোটার প্রয়োজন নেই। দেশবাসীকে আশ্বস্ত করে বললেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। সোমবার তিনি বলেছেন, এই নোট বদলে নেওয়ার জন্য ৪ মাস সময় পাওয়া যাবে। নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরবিআই গর্ভনর বলেন, বাজার থেকে ২ হাজার টাকার ব্যাঙ্ক নোট তুলে নেওয়া, তাদের মুদ্রা ব্যাবস্থাপনার অঙ্গ।
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আরও বলেছেন, “দীর্ঘদিন ধরে রিজার্ভ ব্যাঙ্ক একটি ক্লিন নোট নীতি অনুসরণ করে আসছে। সময়ে সময়ে, আরবিআই একটি নির্দিষ্ট সিরিজের নোট প্রত্যাহার করে এবং নতুন নোট জারি করে…আমরা প্রচলন থেকে ২০০০ টাকার নোট প্রত্যাহার করে নিচ্ছি কিন্তু তারা আইনি দরপত্র হিসাবে চালিয়ে যাচ্ছে।”