কেন্দ্রীয় মন্ত্রী তোমরের সাথে চারা রোপণ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

ভোপাল, ২২ মে (হি. স.) মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিজের প্রতিদিন চারা রোপণের সংকল্পে সোমবার কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সাথে ভোপালের শ্যামলা পাহাড়ে অবস্থিত বাগানে পিপল, নিম এবং করঞ্জের চারা রোপণ করেন।

মুখ্যমন্ত্রী চৌহানের সাথে, প্রাক্তন সৈনিক বিএল খাকরে এবং তার স্ত্রী কল্পনা তাদের বিবাহ বার্ষিকীতে এবং সালমান (হাসমুখ) তার জন্মদিনে চারা রোপণ করেন। বিদেশ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে চারা রোপণ করলেন বালাঘাটের চরণ সিং সোধি। দূরদর্শন ভোপালের প্রযোজক অনিতা গৌতম তার মায়ের মৃত্যুবার্ষিকীতে চারা রোপণ করেছেন। হর্ষ গৌতম, মনীশ কুমার সিং এবং গৌতম বোদেলেও বৃক্ষরোপণে অংশ নেন।