ধর্মনগর(ত্রিপুরা), ২২ মে (হি. স.) : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসত ঘর। রবিবার রাত ১২টা নাগাদ ওই ঘটনায় ধর্মনগর আলগাপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বাহিনী। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু আগুন লাগার কারণ খুঁজে পাওয়া যায় নি বলে জানান দমকলকর্মী। তবে, দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন তীব্র আকার ধারণ করে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
বাড়ির মালিক বাপ্পি দেবনাথ জানিয়েছেন, রবিবার রাতে সব কাজ সেরে তাঁর মা কাঞ্চন দেবনাথ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। রাত বারটা নাগাদ তিনি শরীরে আগুনের তাপ অনুভব করেন। তাতে তাঁর ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে তিনি প্রত্যক্ষ করেন ঘরে আগুন লেগেছে। তখন কোনো মতে তিনি ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে থাকা ছেলে বাপ্পি দেবনাথকে ডাক দিয়েছেন। সাথে সাথে পরিবারের সদস্যরা খবর পাঠিয়েছেন দমকল বাহিনীকে। কিন্তু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন তীব্র আকার ধারণ করে বলে জানিয়েছেন তিনি। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
জনৈক দমকল কর্মী জানিয়েছেন, আগুনে ওই বৃদ্ধার ঘরে থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু আগুন লাগার কারণ খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি।