কোতুলপুরে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কোতুলপুর, ২২ মে (হি. স.) : বাঁকুড়া জেলার কোতুলপুরে রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সবুজ শিবিরের দাবি মতোই দেখা গেল বাড়তি ভিড়।

সোমবার ইন্দাসে গিয়ে বজ্রপাতে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। আশ্বাস দেন সব রকম ভাবে পাশে থাকার। জনসংযোগ করার সময় তাঁর কাছে স্থানীয়রা দাবি জানান, পানীয় জল এবং রাস্তার। সমস্যার সমাধানের আশ্বাস দেওয়ার পরেও অভিষেক কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হন। প্রশ্ন, বিজেপি সাংসদ উন্নয়ন করেননি কেন?

এদিন কোতুলপুরেও রোড শো করেন অভিষেক। গাড়ির ওপরে ওঠেন দলীয় পতাকা হাতে নিয়ে। জনসংযোগও করেন তিনি। দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র।
উল্লেখ্য, সোমবার বিষ্ণুপুরে অধিবেশন ও রোড শো করবেন অভিষেক। দলের লক্ষ্য, আগের টার্গেটের চেয়ে আরও বেশি জমায়েত করানোর। উল্লেখ্য, গত শুক্রবার অভিষেক বলেছিলেন, সোমবারে নবজোয়ার কর্মসূচি’তে ১০ গুণ বেশি উৎসাহ দেখা যাবে। তাঁর দাবি ছিল, নবজোয়ার দেখে বিজেপি ভয় পেয়েই এজেন্সি দিয়ে তলব চালাচ্ছে। পাত্রসায়রে গাড়ির ওপরে দাঁড়িয়ে বক্তব্য রেখে কলকাতা গিয়েছিলেন তিনি। ওই দিন তাঁর সভা করার কথা ছিল ইন্দাসে। সেই সভা থেকে ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার ফের শুরু হলো নবজোয়ার যাত্রা।