গুয়াহাটি, ২২ মে (হি.স.) : আজ সোমবার ঘোষিত মাধ্যমিকের ফলাফল অনুযায়ী মেধা তালিকার প্ৰথম দশে স্থান দখল করেছে ৬১ জন ছাত্রছাত্রী। ঘোষিত ফলাফল অনুযায়ী প্ৰথম স্থান দখল করেছেন শোণিতপুর জেলার ঢেকিয়াজুলির শংকরদেব শিশু নিকেতনের হৃদম ঠাকুরিয়া। হৃদমের প্রাপ্ত মোট নম্বর ৫৯৬। ৫৯৩ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে চারজন। তারা যথাক্রমে নগাঁও সরকারি গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের ইসরত ফারিহা, নলবাড়ির আনন্দ বিদ্যা নিকেতনের লাকি দেবী চৌধুরী ও মনমিতা শৰ্মা এবং সোনারির সেইন্ট যোশেফ স্কুলের আদিত্য অনুপম কোঁওর।
এভাবে ৫৯২ নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করেছে তিনজন যথাক্রমে নিলুফার রহমান (দরঙের দুমুনিচকি ইংলিশ স্কুল), অনিন্দিতা বরা (গোলাঘাট ভোলাগুড়ির আদৰ্শ বিদ্যাপীঠ) এবং মৃগাঙ্ক ভট্টাচাৰ্য (বাহারহাটের শংকরদেব শিশু নিকেতন।
৫৯১ নম্বর পেয়ে চতুৰ্থ স্থান দখল করেছে সাতজন। তারা যথাক্রমে জুবেইর ইসলাম (সেইন্ট টেরেসাস ইংলিস মিডিয়াম স্কুল, বরপেটা), রিতুপণ দাস (বঞ্চিত চৌধুরী শংকরদেব শিশু নিকেতন, বরপেটা), সিনম জয়ফাবি চানু (হলিক্ৰস স্কুল, কাবুগঞ্জ, কাছাড়), দেবাঙ্গনা ডেকা (লিটিল ফ্লাওয়ার এইচএস স্কুল, ডিব্ৰুগড়), স্বাতী কিরণ গগৈ (সেইন্ড জেভিয়ার্স স্কুল, দুলিয়াজান, ডিব্ৰুগড়, রাজীব পাল (সোনাপুর পুখুরিয়া হাইস্কুল, লখিমপুর এবং অদিতি ভুঞা (সেইন্ট মেরিজ এইচএস স্কুল, গুয়াহাটি)।
৫৯০ নম্বর পেয়ে পঞ্চম স্থানাধীকারী হয়েছে পাঁচজন। যথাক্রমে কিন্নরী দত্ত (সেইন্ট মেরিজ হাইস্কুল, উত্তর লখিমপুর), সুস্মিতা পোদ্দার (খ্ৰিষ্টজ্যোতি স্কুল, নগাঁও), নিলোৎপল মণ্ডল (শংকরদেব শিশু নিকেতন, আমোলাপট্টি, নগাঁও), উপকুলল পরাশর (জাতীয় বিদ্যালয়, কাহিলিপাড়া, গুয়াহাটি) এবং অনন্ত জৈন (হেপি চাইল্ড হাইস্কুল, গুয়াহাটি)।
৫৮৯ নম্বর অর্জন করে ষষ্ঠ স্থান দখল করেছে ছয়জন। তারা নিকুঞ্জ হাজরিকা (আনন্দরাম বরুয়া অ্যাকাডেমি হাইস্কুল, বরপেটা), অক্ষয় কয়েল (ডন বস্কো এইচএস স্কুল, বৈরাগিমঠ, ডিব্ৰুগড়), সন্দিতা দাস (শংকরদেব শিশু নিকেতন, বোৰ্কা সাতগাঁও, কামরূপ), রিস্মিতা মহন্ত (লিটিল ফ্লাওয়ার স্কুল, নলবাড়ি), সঞ্জনা কৌর (সেইন্ট মেরিজ এইচএস স্কুল, গুয়াহাটি) এবং অন্তরা মোবাচ্ছিরা হক খন্দকার (অসম জাতীয় বিদ্যালয়, নুনমাটি, গুয়াহাটি)।
৫৮৮ নম্বর পেয়ে সপ্তম স্থান দখল করেছে সাতজন। তারা প্লাবিতা দাস (শংকরদেব শিশু নিকেতন, বাঘমারা, বরপেটা), পীযূষ নাথ (শংকরদেব শিশু নিকেতন, ভবানীপুর বরপেটা), প্ৰতীক্ষা প্ৰিয়ম মহন্ত (ডন বস্কো হাইস্কুল, দেড়গাঁও, গোলাঘাট), সুদৰ্শনা ভুঞা (টিয়ক জাতীয় বিদ্যালয়, যোরহাট), নাসিরুজ্জামান ফারুকি (অল আমিন ইসলামিক মডেল স্কুল, কামরূপ), নিশান্ত বরা (রামানুজন সিনিয়র সেকেন্ডারি স্কুল, নগাঁও) এবং জোনাক কাশ্যপ (ডুমডুমা হায়ার সেকেন্ডারি বিদ্যাপীঠ, শোণিতপুর)।
৫৮৭ নম্বর পেয়ে অষ্টম স্থান দখল করেছে দশজন। তারা নিশান্ত লহকর (আনন্দরাম বরুয়া অ্যাকাডেমি হাইস্কুল, বরপেটা), ইপাশ্ৰী ঘোষ (মারিয়া হাইস্কুল, বরপেটা), ফারহান আসিফ আরবিয়া (ব্ৰহ্মপুত্ৰ জাতীয় বিদ্যালয়, ধুবড়ি), শাহিল সিদ্দিকি (জেএন মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল, আগিয়া, গোয়ালপাড়া), অৰ্ণবজ্যোতি দাস (শংকরদেব বিদ্যা নিকেতন, রামদিয়া, কামরূপ), কুলদীপ হাজরিকা (ধলপুর এইচএস স্কুল, লখিমপুর), রাজদীপ কলিতা (লুইত অ্যাকাডেমি হাইস্কুল, নলবাড়ি), শাঙ্গনা ভুঞা (গহপুর হায়ার সেকেন্ডারি স্কুল, বিশ্বনাথ), পাৰ্থপ্ৰতিম ভুঞা (মর্নিস্টার হাইস্কুল, বিশ্বনাথ) এবং জিষ্ণু বরগোহাঁই (সাপেখাতি হায়ার সেকেন্ডারি স্কুল)।
৫৮৬ নম্বর পেয়ে নবম স্থান দখল করেছে ১১ জন। তারা রিতজা দেব (শিলচর কলেজিয়েট স্কুল, কাছাড়), দিক্ষিতা ভট্টাচাৰ্য (হলিক্ৰস এইচএস স্কুল, কাছাড়), নাশাদ ফারহা (দলগাঁও আঞ্চলিক জাতীয় বিদ্যালয়, দরং), বনশ্ৰী গগৈ (লিটিল ফ্লাওয়ার এইচএস স্কুল, ডিব্ৰুগড়), সুকন্যা দাস (রোনাল্ডস মেমোরিয়াল হাইস্কুল, করিমগঞ্জ), পলক জাজু (ব্ৰুকফিল্ড স্কুল, লখিমপুর), অঙ্কিতা শইকিয়া (সেইন্ট মেরিজ হাইস্কুল, উত্তর লখিমপুর), বিপাশা শৰ্মা (আসাম অ্যাকাডেমি, নলবাড়া), হৃষিকেশ কলিতা (লিটিল ফ্লাওয়ার্স স্কুল, নলবাড়ি), অনিন্দিতা শইকিয়া (হোলি নেম স্কুল, শিবসাগর) এবং বরষ বরষা চেতিয়া (শংকরদেব শিশু নিকেতন, শিমলুগুড়ি, শিবসাগর)।
৫৮৫ নম্বর পেয়ে দশম স্থানে সাতজন যথাক্রমে রজত ঘোষ (খ্ৰিষ্ট কিং হাইস্কুল, গোগামুখ, ধেমাজি), প্ৰিনিষ্ঠা বরা (খ্ৰিষ্টজ্যোতি হাইস্কুল, বোকাখাত, গোলাঘাট), বিপাঞ্চি ডেকা (পায়নিয়ার অ্যাকাডেমি পুঠিমারী, কামরূপ), প্ৰজ্ঞান শৰ্মা (বিবেকানন্দ বিদ্যা নিকেতন, টিহু, নলবাড়ি), অচ্যুৎ বরুয়া (বিদ্যাভবন, ডিমুয়েল, শিবসাগর), নীলাভ পাঠক (অসম জাতীয় বিদ্যালয়, নুনমাটি, গুয়াহাটি) এবং রিতুরাজ বরকটকি (মরান হায়ার সেকেন্ডারি স্কুল, চড়াইদেও)।