পুরী থেকে হাওড়া আসার পথে গাছ পড়ে ক্ষতিগ্রস্থ বন্দে ভারত এক্সপ্রেস, আতঙ্কিত যাত্রীরা

ভুবনেশ্বর, ২১ মে (হি. স.) : পুরী থেকে হাওড়া যাওয়ার পথে থেমে গেল বন্দে ভারত এক্সপ্রেসের চাকা। কালবৈশাখীর ঝড়ে কটকের কাছে ট্রেনের উপর প্রকাণ্ড গাছ এসে পড়ে ট্রেনের কিছু অংশের ক্ষতি হয়েছে।ট্রেনটি এখনও আটকে রয়েছে। যাত্রীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন।

সম্প্রতি ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে পুরী থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। গত বৃহস্পতিবার উদ্বোধনের পরই শুক্রবার থেকে শুরু হয় যাত্রীদের জন্য পরিষেবা। আর হাওড়া-পুরী বন্দে ভারতের চাকা গড়ানোর দু’দিনের মধ্যেই বিপত্তির মুখোমুখি এই ট্রেন। রবিবার ওডিশার কটকের কাছে ট্রেনের উপর প্রকাণ্ড গাছ ভেঙে পড়ে। ফলে ট্রেনের যাত্রায় বিঘ্ন ঘটে। ট্রেনের মাঝ বরাবর গাছটি এসে পড়ায় ট্রেনের কিছুটা অংশের ক্ষতি হয়েছে। ইস্ট-কোস্ট রেল সূত্রে খবর, ট্রেনটি এখনও আটকে রয়েছে। যাত্রীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন।