কাঠমাণ্ডু, ২১ মে (হি.স.) : আগামী জুনের প্রথম সপ্তাহে ভারত সফরে যাবেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’। এ যাত্রার প্রস্তুতি শুরু করেছে সরকার।
নেপালের বিদেশ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুনের প্রথম সপ্তাহে ভারত সফরে যাবেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল ‘প্রচণ্ড’। এ জন্য প্রস্তুতি শুরু হয়েছে। সফরের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। নেপালের বিদেশ মন্ত্রণালয় সফরের প্রস্তুতি হিসেবে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছে। ১৮ এবং ১৯ মে বিদেশমন্ত্রী এনপি সৌদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রাক্তন বিদেশমন্ত্রী, প্রাক্তন বিদেশ সচিব এবং প্রাক্তন রাষ্ট্রদূতদের সাথে আলোচনা করেছেন। সূত্রের খবর, নেপাল সরকার বাণিজ্য, জলবিদ্যুৎ, পেট্রোলিয়াম পাইপলাইন, সীমান্ত প্রভৃতি বিষয়ে আলোচনার এজেন্ডা নির্ধারণ করছে।
উল্লেখ্য, তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর প্রচণ্ড ভারতে তার প্রথম বিদেশ সফরের অপেক্ষায় রয়েছেন। তিনি প্রকাশ্যে বলেন, তাঁর ভারত সফর শীঘ্রই হবে।