নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ ধর্মনগর বয়েজ ক্লাবের উদ্যোগে রবিবার এক মেগা স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ ধর্মনগরের বয়েজ ক্লাব বরাবরই নানা সামাজিক কর্মসূচির সঙ্গে জড়িয়ে রয়েছে৷ পূজা পার্বণ কৃষ্টি সংসৃকতি সহ সমাজের মানুষের কল্যাণে তারা কাজ করে চলেছে৷ সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবেই রবিবার ধর্মনগর বয়েজ ক্লাবের উদ্যোগে এক মহতি রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়৷ এই শিবিরে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা শাসক ,উত্তর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিকেল সুপারিনটেন্ট ,ধর্মনগর বয়েজ ক্লাবের সভাপতি, সম্পাদক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ এদিন মেগা স্বাস্থ্য শিবিরে হুইলচেয়ার, ট্রাই সাইকেল, ইয়ার রিং ইত্যাদিও প্রদান করা হয়৷ তাছাড়া গাইনো, এমডি ,মেডিসিন ,,চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা শিবিরে আসা সমস্ত জনগণকে পরীক্ষা করেন এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়৷ বয়েস ক্লাবের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন বিভিন্ন মহল৷
2023-05-21

