ভাঙড়, ২১মে(হি.স.): সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে উদ্ধার তাজা বোমা । রবিবার ভাঙড়ের কালের আইট থেকে উদ্ধার হয় সাতটি তাজা বোমা।
সূত্রের খবর, স্থানীয় এক বাসিন্দা আয়ূব মোল্লা তাঁর বাড়ির গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে বোমাগুলি। এ দিন, সকালে আয়ূব মোল্লার পুত্রবধূ কাঠ আনতে বেরিয়েছিলেন। সেই সময় গোয়ালঘরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাঁর। সঙ্গে-সঙ্গে তিনি শ্বশুরকে ডাকেন। তৎক্ষনাত শ্বশুর ফোন করে খবর দেন পুলিশে। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ এসে সাতটি তাজা বোমা উদ্ধার করে। কে বা কারা এই বোমা রেখেছে তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।