মুর্শিদাবাদের, ২১ মে (হি. স.) ফের ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। শনিবার গভীর রাতে সামসেরগঞ্জ থানার আলমশাহী গ্রামের একটি আম বাগান থেকে বোমা গুলি উদ্ধার করে পুলিশ। ব্যাগের মধ্যে ১৪টি বোমা ছিল বলে পুলিশ সূত্রে খবর মিলেছে। বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে।
রবিবার সকাল থেকেই বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে রেখেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। কে বা কারা সেখানে বোমাগুলো মজুত করে রেখেছিল তার তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, পঞ্চায়েত ভোটের আগে সামসেরগঞ্জে আম বাগান থেকে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে।