হাইলাকান্দি (অসম), ২১ মে (হি.স.) : কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী মুঞ্জপারা মহেন্দ্রভাই সোমবার দুদিনের সফরসূচি নিয়ে হাইলাকান্দি আসছেন। ওইদিন তিনি বেলা তিনটা ৪০ মিনিট নাগাদ হাইলাকান্দি এসে পৌঁছবেন। এর পর বিকেল চারটা ১০ মিনিটে তিনি হাইলাকান্দিতে এক রিভিউ মিটিঙে অংশ নেবেন। সন্ধে পাঁচটা ১০ মিনিটে তিনি এক দলীয় সভায় অংশ নেবেন।
সরকারি সূত্রে এই খবর জানিয়ে আরও জানানো হয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আগামীকাল হাইলাকান্দিতে রাত কাটিয়ে পরের দিন মঙ্গলবার সকাল ১০টা থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হাসপাতাল এবং আয়ুষ বিভাগের ওপিডি ওয়ার্ড পরিদর্শন করবেন। বেলা দুটায় তিনি পঞ্চায়েত কর্মকর্তাদের সঙ্গে হাইলাকান্দিতে এক সভায় মিলিত হয়ে বিকেল তিনটায় অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে আরেকবার বৈঠকে মিলিত হবেন। সন্ধ্যায় তিনি আয়ুষ কর্মকর্তাদের সঙ্গে অনুরূপ আরেকটি বৈঠকে মিলিত হয়ে শিলচরের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় হাইলাকান্দি ত্যাগ করবেন।