BRAKING NEWS

নির্বাচনোত্তর সন্ত্রাসে গৃহহীন ৩১টি পরিবারকে আবাসনেফেরানোর দাবীতে পুলিশ হেডকোয়ার্টারে ধর্না সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার স্বামী বিবেকানন্দ আবাসনের ৩১ টি বাস্তুচ্যুত পরিবারকে অবিলম্বে বাড়ি করে ফিরিয়ে নেওয়ার দাবিতে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে শনিবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর মহাকরণের পার্শবর্তী স্বামী বিবেকানন্দ আবাসনের ৩১ টি বিরোধীদল সমর্থক পরিবারকে আবাসন থেকে বের করে দেওয়া হয়৷ শাসকদলের তান্ডবের ফলেই তারা গৃহ হারা হয়েছেন বলে অভিযোগ সিপিআইএমের৷ পরবর্তী সময়ে সিপিআইএমের পক্ষ থেকে বিষয়টি রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্য সচিবের নজরে এনে বাস্তবচ্যুত পরিবারগুলিকে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বাড়ি করে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়৷ বারবার অনুরোধ জানানো সত্বেও ওইসব পরিবার গুলিকে বাড়ি করে ফিরিয়ে নেওয়ার কোন ব্যবস্থা গ্রহণ করেনি রাজ্য সরকার ও প্রশাসন৷ তাতে তীব্র খুব প্রকাশ করেছে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি৷ সংগঠনের পক্ষ থেকে শনিবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং বাস্তবচ্যুত পরিবারগুলিকে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দ আবাসনের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে অনুরোধ জানানো হয়৷ এদিন বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে গণতন্ত্র এবং আইনের শাসন রয়েছে বলে দাবি করে চলেছেন৷ অথচ মহাকরণ সংলগ্ণ এলাকার  গৃহ হারা পরিবারগুলিকে এখনো আবাসনের ফিরিয়ে নিয়ে যাওয়ার কোন ব্যবস্থা গ্রহণ করেননি৷ রাজ্য সরকার এবং প্রশাসন সবকিছু জেনেশুনেও এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করছে না বলে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *