শ্রীনগরে ২২ মে শুরু হচ্ছে জি-২০ বৈঠক, কাশ্মীরে অতন্দ্র পাহারা সুরক্ষা বাহিনীর

শ্রীনগর, ২০ মে (হি.স.): আগামী ২২ মে শ্রীনগরে শুরু হচ্ছে জি-২০ বৈঠক, তার আগে জম্মু ও কাশ্মীর এবং পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা জুড়ে সর্বোচ্চ স্তরের সতর্কতা পরিলক্ষিত হচ্ছে। জম্মু শহরে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) মোতায়েন করা হয়েছে এবং ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে টহল জোরদার করে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর টহল চলছে শ্রীনগরের ডাল লেকেও।

জম্মু শহরের প্রতিটি চৌকিতে এবং শহরের অন্যত্র সমস্ত রুটে যানবাহন চেকিং জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই জম্মু, জম্মুর আখনুর তহসিল, সাম্বা এবং কাঠুয়া জেলার স্থলভাগে এবং পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করেছে সুরক্ষা বাহিনী। সীমান্তের পরিস্থিতি পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *