কলকাতা, ২০ মে (হি. স.) : এগরা বিস্ফোরণ কাণ্ডের পর ঘটনাস্থল থেকে ৯ জনের দেহ উদ্ধার হয়েছিল। তারপর কটকের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত ভানু বাগেরও। শুক্রবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে আরও একজনের। বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।
জানা গিয়েছে, মৃতের নাম রবীন্দ্রনাথ মাইতি। তিনি এগরার বাসিন্দা। দগ্ধ অবস্থায় ভরতি ছিলেন এসএসকেএম হাসপাতালে। শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছিল তাঁর। তিনদিন ধরে লড়াইয়ের পরেও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। এখনও আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন পিঙ্কি মাইতি নামে আরও একজন। তাঁর শারীরিক অবস্থাও বিশেষ ভাল নয়।

