মেলাঘরে দুই বাড়িতে ডাকাতি, পরিবারের সদস্যদের বেধে আগ্ণেয়াস্ত্রের মুখে সর্বস্ব লুট


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ মেলাঘরে গতকাল গভীর রাতে  দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে ৷ দুই বাড়ি থেকে ডাকাত দল পরিবারের লোকজনদের মুখ বেঁধে অস্ত্রসস্ত্র দেখিয়ে পাঁচ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ চুরি ডাকাতি ছিনতাই যেন নিত্য দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷শুক্রবার গভীর রাতে মল্লাল দাস এবং মুকুন্দ দাসের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হয়৷ ঘটনা  রাত দুইটা নাগাদ৷ঘটনা মেলাঘর পুর পরিষদের ৯ নং ওয়ার্ড এলাকায়৷এলাকাবাসীর অভিযোগ  রাত আনুমানিক দুইটা নাগাদ একই এলাকার দুই বাড়িতে একসঙ্গে ডাকাতের দল হানা দেয়৷মল্লাল দাসের ছেলে জীবন দাসের ঘরে পাঁচ থেকে সাত জন ঘরের জানালা দিয়ে প্রবেশ করে দা, রড, পিস্তল এবং বিভিন্ন ধরনের অস্ত্র দেখিয়ে ক্যাশ ৫০ থেকে ৬০ হাজার টাকা এবং স্বর্ণের জিনিসপত্র নিয়ে সর্বমোট দুই থেকে আড়াই লক্ষ টাকার জিনিস  নিয়ে যায় ডাকাতের দল৷ এই এলাকারই মুকুন্দ দাসের ভাতিজা হরলাল দাসের ঘরে ঠিক একইভাবে পাঁচ থেকে সাত জন ডাকাত বারান্দার গ্রিল ভেঙ্গে  ভিতরে প্রবেশ করে৷ ঠিক একই  কায়দায় রড,  দা, পিস্তল দেখিয়ে ক্যাশ টাকা এবং স্বর্ণের জিনিসপত্র সহ  দেড় থেকে ২ লক্ষ টাকা জিনিস নিয়ে যায় ডাকাতের দল৷ পরিবারের লোকজনরা কাউকে চিনতে পারেনি বলে জানান৷ সংশ্লিষ্ট এলাকায় এরকম ঘটনা আর কোন সময় হয়নি বলে জানান এলাকার লোকজন৷ ঘটনার পর মেলাঘর থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ এসে তদন্ত শুরু করেছে৷এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ এলাকার মানুষজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য জোরালো দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *