BRAKING NEWS

সোনামুড়ায় বিভিন্ন সামগ্রীর রিসাইকেলিং সেন্টারের উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷  নাগরিকদের ব্যবহৃত পুরনো বই , কাপড় , জুতো এবং প্লাস্টিকের সামগ্রী ইত্যাদি পুরনো জিনিসপত্র পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার লক্ষ্যে সোনামুড়া টাউন মসজিদ সংলগ্ণ এলাকায়   রিসাইকেলিং সেন্টারের সূচনা করা হয়৷ভারত সরকারের গৃহায়ন ও নগর বিষয়ক দপ্তরের পৃষ্ঠপোষকতায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে তিন সপ্তাহব্যাপী স্বচ্ছ ভারত মিশন ২.০এর অন্তর্গত – আমার জীবন , আমার স্বচ্ছ শহর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ এই কর্মসূচিতে শহরের নাগরিকদের ব্যবহৃত পুরনো বই , কাপড় , জুতো এবং প্লাস্টিকের সামগ্রী ইত্যাদি পুরনো জিনিসপত্র পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার লক্ষ্যে সোনামুড়া টাউন মসজিদ সংলগ্ণ এলাকায় রিসাইকেলিং সেন্টারের সূচনা করা হয়৷ সোনামুড়া নগর পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুভ সূচনা করেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী৷  ছিলেন ভাইস চেয়ারম্যান সাহাজান মিয়া সহ নগর এলাকার বাজার কমিটির সম্পাদক সভাপতি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ এদিনের অনুষ্ঠানে আলোচনা উঠে আছে সমগ্র নগর এলাকার পাশাপাশি সোনামুড়া মূল বাজার এলাকাকে স্বচ্ছ এবং সুন্দর রাখার ক্ষেত্রে সকলের সার্বিক প্রয়াস যাতে জারি থাকে৷ প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *