BRAKING NEWS

বদরপুর রেলস্টেশন থেকে গাঁজা সহ ধৃত দুই মহিলা

বদরপুর (অসম), ১৯ মে (হি.স.) : বিগত বেশ কিছুদিন থেকে সংবাদ শিরোনাম দখল করে রেখেছে বদরপুর রেল স্টেশন। রেল পুলিশের একাধিক অভিযানে আটক করা হয়েছে বরাক উপত্যকা সহ বহিঃরাজ্যের মাদক কারবারীদের। বাজেয়াপ্ত করা হয়েছে ইয়াবা, হেরোইন, গাঁজার পাশাপাশি নগদ অর্থ । গতকাল বৃহস্পতিবার রাতে ফের ট্রেনে করে গাঁজা বহিঃরাজ্যে পাঠানোর সময় আটক করা হয় দুই মহিলাকে। বদরপুর জিআরপি ও আরপিএফ পুলিশ তল্লাশি চালিয়ে তাদের বেগ থেকে উদ্ধার করে বৃহৎ পরিমানের গাঁজা । এরপর বিহার রাজ্যের পাটনা জেলার দুই পাচারকারীর মধ্যে মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *