প্রধান শিক্ষ‌কের স্থায়ী পদের দাবী‌তে পাথারকা‌ন্দি‌তে বি‌ক্ষোভ প্রদর্শন ‌নিম্ন প্রাথ‌মিক শিক্ষক স‌ম্মিল‌নীর

পাথারকান্দি (অসম), ১৯ মে হি.স.) : নিম্ন প্রাথ‌মিক ‌বিদ‌্যালয় সমু‌হে প্রধান শিক্ষ‌কের স্থায়ী পদের দা‌বিতে শুক্রবার সরকা‌রের বিরু‌দ্ধে বি‌ক্ষোভ প্রদর্শন কর‌লেন পাথারকান্দি শিক্ষা খণ্ডের নিম্ন প্রাথমিক শিক্ষক সম্মিলনীর শিক্ষক শিক্ষিকারা।

এ‌দিন সকাল থে‌কে বি‌ভিন্ন শিক্ষক শিক্ষিকারা পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে এক প্রতিবাদী কার্যসূচি পালন করে বি‌ক্ষোভ প্রদর্শন ক‌রেন।
তাঁরা জানান, সরকার শিক্ষার সা‌র্বিক উন্ন‌তিক‌ল্পে সম‌য়ে সম‌য়ে নতুন শিক্ষানীতির প্রয়োগ ক‌রে চল‌ছে। বর্তমা‌নে শিক্ষক ‌শি‌ক্ষিকা সহ পড়ুয়া‌দের যাব‌তীয় কার্য‌কলাপ সম্প‌র্কে ওয়া‌কিবহাল হবার জন‌্য রাজ‌্য সরকা‌রের শিক্ষা বিভাগ শিক্ষাসেতু নামে একটি অ‌্যপ চালু করেছে।নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এই অ‌্যপ কার্যকরী হবার কথা র‌য়ে‌ছে। এটি পরিচালনা করার জন্য প্রতিটি বিদ্যালয় কর্তৃপক্ষকে সম্প্রতি একটি করে অত‌্যাধু‌নিক ট্যাবলেট ফোনও বিতরণ করা হয়েছে। এই ট্যাবলেট পরিচালনা করার জন্য প্রত্যেক শিক্ষাখণ্ডে প্রশিক্ষণ কার্য‌সূচিও হাতে নিয়েছে রাজ্য সরকার। এ‌তে রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মিলনীর আ‌গের সিদ্ধান্তকে গুরুত্ব না দি‌য়ে নিম্ন প্রাথমিক বিদ্যালয় সমু‌হে প্রধান শিক্ষক পদে স্থায়ী নিযু‌ক্তি না দি‌য়ে রাজ‌্য সরকার নি‌জের ই‌চ্ছেমত এ‌কের পর এক নি‌র্দেশিকা জা‌রি ক‌রে চলায় বিপা‌কে প‌ড়ে‌ছেন বি‌ভিন্ন শিক্ষ‌কেরা। তাই স্থায়ী প্রধান শিক্ষ‌কের পদ সৃষ্টি না করা অবদি এই প্রশিক্ষণ কার্যসূচি বয়কটের ডাক দি‌য়ে‌ছেন তাঁরা। আগামী একু‌শে মে-র ম‌ধ্যে সরকার কর্তৃক প্রদত্থ ট্যাবলেটগুলো তাঁরা পুনরায় বিভাগীয় কার্যাল‌য়ে ফেরত দি‌য়ে আ‌ন্দোলন‌কে আরও তীব্র ক‌রে তুল‌বেন। প্রয়োজ‌নে প্রধান শিক্ষ‌কের পদ স্থায়ীকরণ নি‌য়ে তাঁরা গণতা‌ন্ত্রিক উপা‌য়ে সরকা‌রের বিরু‌দ্ধে বৃহত্তর গণ-আ‌ন্দোল‌নে নামার কথাও সাফ জা‌নি‌য়ে দি‌য়ে‌ছেন।

এ‌দি‌নের এই বি‌ক্ষোভ কার্যসূচিতে পাথারকান্দি প্রাথমিক শিক্ষক সম্মিলনীর প‌ক্ষে উপ‌স্থিত ছি‌লেন খণ্ড সম্পাদক তরুণ সিংহ, সভাপতি খসরুল ইসলাম, সভাপতি ফকরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি নুর উদ্দিন সম্পাদক গৌরীশ রাই সহ পাথারকান্দি শিক্ষা খণ্ডের বি‌ভিন্ন নিম্ন প্রাথমিক বিদ‌্যালয় সমু‌হের শিক্ষক শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *