ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মে।। প্রথম সেমিফাইনাল ম্যাচটি পুনরায় আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। খেলা হবে জামজুরি দ্বাদশ শ্রেণি স্কুল বনাম গরিয়া একাডেমীর মধ্যে। আগামীকাল সকাল সাড়ে আটটায় কেবিআই গ্রাউন্ডে ম্যাচটি পুনরায় আয়োজনের সব রকমের ব্যবস্থা নিয়েছেন উদ্যোক্তারা। উদয়পুর ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে আন্ত: স্কুল লিগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে ৮ মে থেকে। ১৭ মে, বুধবার প্রথম সেমিফাইনালে গড়িয়া একাডেমি ও জামজুরি দ্বাদশ শ্রেণি স্কুল দল পরস্পরের মুখোমুখি হয়েছিল। ৪০ ওভার এর ম্যাচে গড়িয়া একাডেমী প্রথমে ব্যাটিং এর সুবিধা পেয়ে ২৬.৪ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করতেই বৃষ্টিতে ম্যাচ পন্ড হয়ে যায়। পরবর্তী সময়ে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় আম্পায়াররা পরবর্তী সময়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেয়। অনুপযুক্ত মাঠ খেলার জন্য উপযুক্ত করে তুলতে তিন দিন সময় লেগেছে বলে উদ্যোক্তারা আগামীকাল ম্যাচটি পুনরায় আয়োজনের উদ্যোগ নিয়েছে। টুর্নামেন্ট কমিটির কনভেনার শ্যামানন্দ সেন টুর্নামেন্টটি চালু রাখার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। টুর্নামেন্টের অপর সেমিফাইনালে বগাবাসা স্কুল খেলবে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে। আগামীকাল প্রথম সেমিফাইনাল ম্যাচটি সম্পন্ন হলে, পরবর্তী দিনেই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
2023-05-19