আগরতলা, ১৯ মে(হি.স.) : কৃষিক্ষেত্রে উন্নত ফলন ঘটাতে পারলে কৃষকরা উপকৃত হবেন। নয়াদিল্লির নার্সারিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সরেজমিনে খতিয়ে দেখতে গিয়ে একথা বলেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় কৃষি ক্ষেত্রে জৈব সারের প্রয়োগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিন কৃষি মন্ত্রী বলেন, টিস্যু কালচারের মাধ্যমে কিভাবে উন্নত চারা উৎপাদন করা হচ্ছে এবং কৃষি প্রধান রাজ্যগুলো কিভাবে উন্নত ফলনে কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে এ বিষয়ে অবগত হয়েছেন।তাছাড়া তিনি দিল্লিস্থিত ত্রিপুরা ভবনের বিশেষ রেসিডেন্ট কমিশনার মনোজ কুমারকে সঙ্গে নিয়ে নার্সারিতে কর্মরত শ্রমিক ও কৃষি বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছেন। তাঁদের চারা বুনন পদ্ধতি, উন্নত ফলনের কলাকৌশল সম্পর্কে অবগত হয়েছেন। তিনি এই নার্সারির কর্মকর্তা ও শ্রমিকদের ত্রিপুরায় আসার জন্য আমন্ত্রণও জানিয়েছেন।
কৃষিতে উন্নত রাজ্য গুলোর কৃষি বিশেষজ্ঞদের সহযোগিতা নিয়ে ত্রিপুরায় শুধু সমতল এলাকার ক্ষেতই নয়, টিলায় জুম চাষের ক্ষেত্রেও আধুনিকতার ছোঁয়া লাগানোর প্রচেষ্টা করা হবে বলে জানান তিনি। তাঁর দাবি, কৃষিক্ষেত্রে উন্নত ফলন ঘটাতে পারলে কৃষকরা উপকৃত হবেন।
2023-05-19

