নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): জমির বিনিময়ে রেলে চাকরি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি নেত্রী রাবড়ি দেবী। বৃহস্পতিবার সকালে দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী। দুপুর পর্যন্ত একপ্রস্থ জেরা করা হয় রাবড়ি দেবীকে।
দুপুরের দিকে রাবড়ি দেবীকে ইডি-র দফতর থেকে বেরিয়ে যেতে দেখা যায়। বেশ কিছু সময় পর ফের ইডি-র দফতরে এসে পৌঁছয় রাবড়ি দেবীর গাড়ি। গাড়ি থেকে নেমে সোজা ইডি-র দফতরে ঢুকে যান তিনি। ইডি সূত্রের খবর, রেকর্ড করা হয়েছে রাবড়ি দেবীর বয়ান।