আলিপুরদুয়ার, ১৮ মে (হি. স.) : আলিপুরদুয়ারে কেগ কালচিনি ব্লকে বন্য হাতির আক্রমণে আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম শ্যাম বাহাদুর সারকি। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় ওই ব্যক্তির।
জানা গেছে, বুধবার গভীর রাতে কালচিনি ব্লকের ডালসিংপাড়ার গোপাল বাহাদুর বস্তি এলাকায় ঢুকে পড়ে একটি বন্য হাতি। শ্যাম বাহাদুর সারকি বাড়ি থেকে বের হতেই হাতিটি তাকে আক্রমণ করে। হাতির আক্রমণে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এবং বনকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।