আগরতলা, ১৮ মে (হি. স.) : ডুম্বুর জলাশয় থেকে বেআইনিভাবে মাছ শিকার করতে গিয়ে পুলিশ ৫ জন অসাধু ব্যবসায়ীকে আটক করেছেন। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত বৈদ্যুতিন যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ।
মৎস দফতরের জনৈক কর্মী জানিয়েছেন,দীর্ঘ দিন যাবৎ ডুম্বুর জলাশয়ে বেআইনীভাবে মাছ ধরার অভিযোগ উঠে আসছিল। সেই মোতাবেক বৃহস্পতিবার সকালে গন্ডাছড়া মৎসদপ্তরের কর্মী, বনদফতরের কর্মী ও গন্ডাছাড়া থানার পুলিশ যৌথ অভিযানে নেমেছিল। অভিযানে নেমে বেআইনীভাবে মাছ ধরতে গিয়ে ৫ জন হাতে নাতে ধরা পড়েছে। পুলিশ তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে।
তিনি আরও জানিয়েছেন, অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ওষুধ ও বৈদ্যুতিন যন্ত্রপাতি ব্যবহার করে মাছ ধরে বাজারে বিক্রি করছেন। ওই মাছ অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।