নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): কর্ণাটকের জনগণের জন্য অগ্রগতি ও কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ টিম কংগ্রেস। জোর দিয়ে জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কর্ণাটকের জনগণকে যে নিশ্চয়তা দিয়েছে কংগ্রেস, তা পূরণ হবেই। বৃহস্পতিবার টুইট করে খাড়গে জানান, “কর্ণাটকের জনগণের অগ্রগতি, কল্যাণ এবং সামাজিক ন্যায়বিচার পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ টিম কংগ্রেস। আমরা প্রতিশ্রুতি মতো ৬.৫ কোটি কন্নড়বাসীর ৫টি গ্যারান্টি বাস্তবায়ন করব।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হবেন সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী হবেন ডি কে শিবকুমার। আগামী ২০ মে মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী শপথ নেবেন। শিবকুমার টুইট করে এদিন জানিয়েছেন, “কর্ণাটকের নিরাপদ ভবিষ্যত এবং জনগণের কল্যাণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, এবং আমরা এর নিশ্চয়তা দিতে ঐক্যবদ্ধ।”