গ্যাংটক, ১৮ মে (হি. স.) : পূর্ব সিকিমের মাখার সিংবেল এলাকায় ২৩ জন পড়ুয়া সহ মোট ২৬ জনকে নিয়ে উলটে গেল বাস। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ।
এদিন ওই বাসে ২৩ জন পড়ুয়া, ২ জন কর্মী ও ১ জন বাসচালক ছিলেন। প্রত্যেকেই কমবেশি জখম হয়েছে। ঘটনাস্থল থেকে প্রত্যেককে উদ্ধার করে সিংটাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১২ জনের চোট গুরুতর হওয়ায় তাঁদের গ্যাংটকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।