BRAKING NEWS

ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন ১৪ বারের খেতাব জয়ী নাদাল


প্যারিস, ১৮ মে (হি.স.) : আসন্ন ফরাসি ওপেনে আর র‍্যাকেট হাতে দাপিয়ে বেড়াতে দেখা যাবে না বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা রাফায়েল নাদালকে। কোমরে চোটের কারণে আগামী ২৮ তারিখ থেকে শুরু হওয়া রোঁলা গ্যারোয় তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না বলে বৃহস্পতিবার জানিয়েছেন ১৪ বারের খেতাব জয়ী তারকা। আর রাফায়েল নাদাল না খেলায় ফরাসি ওপেন অনেকটাই জৌলুস হারাল বলে মনে করছেন টেনিস বিশেষজ্ঞরা।

২০০৫ সালে প্রথমবার ফরাসি ওপেনে অংশ নিয়েছিলেন রাফা। তার পরে তো ইতিহাস। গত ১৮ বছরে প্রতিযোগিতায় ১৪ বারই খেতাব নিজের পকেটে পুরেছেন তিনি। গত বছরও চোট নিয়ে খেলে শিরোপা জিতেছিলেন নাদাল। পরিসংখ্যান বলছে, রোঁলা গ্যারো তাঁকে দুহাত ভরিয়ে দিয়েছে। মোট ১১৫টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে জিতেছেন ১১২টি ম্যাচে। হেরেছেন মাত্র তিনটি ম্যাচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *