ফিরোজাবাদ, ১৮ মে (হি. স.) : বৃহস্পতিবার উত্তরপ্রদেশের নারখী থানা এলাকার একটি ড্রেনের পাশ থেকে এক বৃদ্ধের রক্তে ভেজা মাথাবিহীন মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার স্থানীয় লোকজন নারখি থানা এলাকার কায়থা গড়ি গ্রামের কুবের নালার ধারে মাঠে রক্তে ভেজা এক বৃদ্ধের শিরচ্ছেদ করা দেহ দেখতে পান। মাথাটি ধড় থেকে প্রায় ২০ মিটার দূরে পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদে গ্রামবাসী জানায়, ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধাকে খুন করা হয়েছে। টুন্ডলা সার্কেল অফিসার হরিমোহন সিং জানিয়েছেন, কায়থা গ্রামের সীমানায় ৬৫ বছর বয়সী এক ব্যক্তির মাথাবিহীন দেহ পড়ে থাকতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। দেহ শনাক্ত করার পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।