নারিকেল কুঞ্জ পর্যটন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷  নারিকেল কুঞ্জ পর্যটন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নারিকেল কুঞ্জের অপরূপ মহিমায় মন্ত্রী নিজেও আপ্লুত হয়ে পড়েন৷ এই পর্যটন কেন্দ্রটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে রাজ্য সরকার এবং পর্যটন দপ্তর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী৷ ত্রিপুরা সরকারের পর্যটনত্তদপ্তরের্ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর  প্রথমবার নারিকেলত্তকুঞ্জ পর্যটনস্থলটি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে নিয়ে পরিদর্শন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷৷পর্যটকদের সুবিধার্থে নারিকেলত্তকুঞ্জ পর্যটনস্থলটিকে নতুন রূপে সাজিয়ে তোলারজন্য পর্যটন দপ্তর অনেক পরিকল্পনা গ্রহণ করেছে৷ পরিকল্পনা সঠিকভাবেবাস্তবায়ি হচ্ছে কিনা তা সরে জমিনে খতিয়ে দেখেন পর্যটন মন্ত্রী৷ সফরকালেতিনি আশা ব্যক্ত করে বলেন পর্যটন ক্ষেত্রে অন্যতম স্থান দখল করেছে নারিকেলকুঞ্জ৷ পর্যটনদের আকর্ষিত করার লক্ষ্যেই নারিকেল কুঞ্জকে নতুন সাজে সাজিয়েতোলা হয়েছে৷ নারিকেল কুঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য তিনি রাজ্যের এবং বহিরাগত পর্যটকদের প্রতি আহ্বান জানান৷ আগামী দিনে এই নারিকেলকুঞ্জ এলাকাকে আরো দৃষ্টিনন্দন করে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে৷ বর্তমানে যেসব সুযোগ-সুবিধা রয়েছে সেগুলি সঠিকভাবে ভোগ করার জন্য তিনি পর্যটকদের প্রতি আহ্বান জানান৷ পর্যটন কেন্দ্রে এসে পর্যটকরা যাতে কোন ধরনের অসুবিধার সম্মুখীন না হন সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *