নয়াদিল্লি, ১৮ মে (হি.স.) : দেশের প্রথম উন্নত ৮-লেনের অ্যাক্সেস কন্ট্রোল দ্বারকা এক্সপ্রেসওয়ে ২০২৪ সালের এপ্রিলের মধ্যে শেষ হবে বলে বৃহস্পতিবার জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। ২৯.৬ কিলোমিটার দীর্ঘ, ৯,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই মহাসড়কটি।
বৃহস্পতিবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জেনারেল ভিকে-র সঙ্গে দেখা করেন গড়করি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং, সাংসদ প্রবেশ সিং ভার্মা এবং সাংসদ রমেশ বিধুরি এক্সপ্রেসওয়ে পরিদর্শন করেন তাঁরা।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় গডকরি বলেন, হরিয়ানায় ১৮.৯ কিলোমিটার এবং দিল্লিতে ১০.১ কিলোমিটার দীর্ঘ রাস্তা পিলারের উপর ৩৪ মিটার প্রশস্ত এক্সপ্রেসওয়ে তৈরি করা হচ্ছে। এই এক্সপ্রেসওয়ের সড়ক নেটওয়ার্ক চার স্তরের। ফ্লাইওভারে টানেল, আন্ডারপাস, গ্রেড রোড, এলিভেটেড রোড ও ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। এক্সপ্রেসওয়ের দুই পাশে তিন লেনের সার্ভিস রোড নির্মাণ করা হচ্ছে।
মন্ত্রী বলেন , দিল্লিতে এই এক্সপ্রেসওয়েতে দেশের সবচেয়ে প্রশস্ত ৩.৬ কিলোমিটার দীর্ঘ ৮-লেনের টানেল তৈরি করা হচ্ছে। এটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে হরিয়ানা এবং পশ্চিম দিল্লির মানুষের সংযোগ উন্নত করবে।