কান্দি, ১৭ মে (হি. স.) : তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে বৈঠক করে বাড়ি ফেরার সময় ব্যাপক মারধর করা হল মূর্শিদাবাদের শালুগ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি মোরসেলিম শেখকে (৫৬)। গুরুতর আহত অবস্থায় মোরসেলিম বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও এই ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
স্থানীয় সূত্র জানা গেছে, মঙ্গলবার সন্ধেবেলা মোরসেলিম আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে এলাকার কয়েকজন তৃণমূল নেতার সাথে শালুগ্রামে দলীয় অফিসে একটি বৈঠক করেন। এরপর রাতের বেলায় তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় পঞ্চায়েত সদস্য রাইহান শেখের নেতৃত্বে কিছু দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে ব্যাপক মারধর শুরু করে। পরে গ্রামের লোকেরা রক্তাক্ত অবস্থায় মোরসেলিমকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
মোরসেলিমের পরিবারের লোকেরা এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় এক গ্রাম পঞ্চায়েত সদস্য-সহ ছয় জনের বিরুদ্ধে। আহত ওই তৃণমূল নেতার ছেলে আলতাব শেখ বলেন, ‘আমার বাবা সম্প্রতি শালুগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল সভাপতির পদ পেয়েছেন। তারপর থেকে এলাকার কিছু তৃণমূল নেতা মনে করছিলেন আমার বাবা হয়তো তাঁদেরকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেবেন না। এলাকার যে সমস্ত তৃণমূল নেতা নিজেদের ক্ষমতা ধরে রাখতে চান তাঁরাই আমার বাবাকে মারধর করেছেন।’ তিনি অভিযোগ করেন, ‘আমরা জানতে পেরেছি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রাইহান শেখ এবং আরও পাঁচজন মিলে আমার বাবাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য নিয়ে গতকাল হামলা চালিয়েছিল।’
ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘এই ঘটনার সাথে রাজনীতির কোনও সম্পর্ক নেই। মোরসেলিমের বিরুদ্ধে অতীতে খুন সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। আমি শুনেছি পুরনো কোনও বিবাদের জেরে তাঁর উপর হামলা হয়েছে।’