আইপিএল ম্যাচের কারণে ধর্মশালায় প্যারাগ্লাইডিং নিষিদ্ধ

ধর্মশালা, ১৭ মে (হি.স.) : আগামী ১৭ ও ১৯ মে ধর্মশালায় অনুষ্ঠিত আইপিএল ম্যাচের কারণে জেলায় প্যারাগ্লাইডিং নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার দিক থেকে জেলা প্রশাসন প্যারাগ্লাইডিং কার্যক্রম ১৯ মে পর্যন্ত নিষিদ্ধ করেছে।

কাংড়ার জেলা প্রশাসক ডঃ নিপুন জিন্দাল বলেন, আইপিএল ম্যাচের নিরাপত্তার দিক থেকে বীর বিলিং, ধর্মশালা এবং অন্যান্য জায়গা সহ কাংড়া জেলায় প্যারাগ্লাইডিং কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। তিনি জানান, এই নিষেধাজ্ঞা ১৯ মে পর্যন্ত কার্যকর থাকবে।

প্রসঙ্গত, এবার ১৭ ও ১৯ মে ধরমশালায় দুটি আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আজকের ম্যাচটি সন্ধ্যা ৭টা থেকে পঞ্জাব এবং দিল্লির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, এবং ১৯ মে পঞ্জাব এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আরেকটি ম্যাচ হবে।