কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জ সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় নিহত এক, আহত দুই

শান্তিরবাজার(ত্রিপুরা), ১৭ মে (হি.স.): নিয়ন্ত্রন হারিয়ে মালবাহী গাড়ী রাস্তার পাশে খাদে ছিটকে পড়েছে। তাতে গাড়িতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা দুর্ঘটনার খবর পাঠিয়েছে জোলাইবাড়ীর দমকল কর্মীদের। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। অপরদিকে বাকি দুইজন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক দেখে একজনকে গোমতী জেলা হাসপাতালে ও অপরজনকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেছেন।

জনৈক দমকলকর্মী জানিয়েছেন , বুধবার সাতসকালে শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জ সংলগ্ন এলাকায় টি আর ০১ এল ১৬২৫ নাম্বারের মালবাহী গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পরে গিয়েছে। স্থানীয়রা বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। ওই দুর্ঘটনায় গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা দুর্ঘটনার খবর পাঠিয়েছে জোলাইবাড়ীর দমকলকর্মীদের। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছে। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শান্তির বাজার মহকুমার মধুমগপাড়ার বাসিন্দা পাইচাহা মগ(৩২ )-কে মৃত বলে ঘোষণা দিয়েছেন। অপরদিকে বাকি দুই জনের অবস্থা আশঙ্কাজনক দেখে একজনকে গোমতী জেলাহাসপাতালে ও অপরজনকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেন।

তিনি আরো জানিয়েছেন, আহত দুইজন কলসীর বাসিন্দা নিথাই মগ এবং গাবুরছড়ার বাসিন্দা আংজাফ্রু মগ। দুর্ঘটনায় নিহত ব্যাক্তির মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি। ওই দুর্ঘটনা নিয়ে তদন্তে নেমেছে বাইখোড়া থানার পুলিশ।