BRAKING NEWS

সারা ভারত কৃষক সভার উত্তর জেলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ মঙ্গলবার ধর্মনগর সিপিআইএম পার্টি অফিসে সারা ভারত কৃষক সভা উত্তর জেলা কমিটির উদ্যোগে এক সভা  অনুষ্ঠিত হয়৷ সভায়  উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা ত্রিপুর সম্পাদক পবিত্র কর এবং সারা ভারত কৃষক সভা ত্রিপুরা সহ-সভাপতি মতিলাল সরকার সহ অন্যান্য জেলা ও মহকুমা নেতৃত্বরা৷ রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন আজকের সভা ছিল বর্ধিত আকারে  সভা৷ সভায় মহকুমা ও জেলা স্তরের নেতৃত্ব রা  উপস্থিত ছিলেন৷ মূলত  নির্বাচিনত্তর কালিন সময়ে যেভাবে শোখা মরসুমে কৃষকদের দুরবস্থা, কৃষকদের অপর নানাভাবে আক্রমণ, কৃষকদের রাবার বাগান, সবজি ক্ষেত নষ্ট করে দেওয়া ,উৎপাদিত সবজি যথার্থ মূল্য না পাওয়া , টুকটুক চালকের উপর বাধা সৃষ্টি করা, ছোট গাড়ি চালকদের গাড়ি চালাতে না দেওয়া সহ নানা  বিষয় নিয়ে আজকের সভায়  আলোচনা হয়৷ এছাড়াও জলের অভাবে প্রায় ৭০ ভাগ কৃষি জমিতে কৃষকরা ধান চাষ করতে পারেনি , সরকারি কৃষি বিভাগে প্রয়োজনীয় কীটনাশক ঔষধ নেই ,কোন ধরনের সার নেই, এমন কি কেন্দ্রীয় যে সব বিভিন্ন প্রকল্প ছিল সেগুলোর সুযোগ পাচ্ছে না সাধারণ কৃষকরা৷ এইসব নিয়ে বিস্তৃত আলোচনা হয় সভায় এবং আগামী দিনে কৃষকদের কাছ থেকে উঠে আসা এই  সমস্যাগুলো নিয়ে গন ডেপুটেশনের ব্যবস্থা করা হবে এবং পরবর্তী সময়ে প্রয়োজনে  বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে জানান রাজ্য সম্পাদক পবিত্র কর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *