মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্যের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বুধবার বটতলায় মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ৭৬ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷  আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ৭৬ তম মৃত্যুবার্ষিকী বুধবার আগরতলা সহ রাজ্যের নানাস্থানে নানা অনুষ্ঠানে পালিত হয়৷ এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় বটতলায় মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের শ্মশান ঘাটে৷ বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এদিন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ৭৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য সোহেল দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ এদিন মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র এবং ত্রিপুরা সুশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য সহ অন্যান্যরা মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের স্মৃতি শৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর ছিলেন আধুনিক ত্রিপুরা এবং আধুনিক আগরতলা শহর গঠনের অন্যতম রূপকার৷ তিনি যে আগরতলা শহরের স্বপ্ণ দেখেছিলেন সেই স্বপ্ণের বাস্তবতা আজও আমরা ভোগ করছি৷ বলেন মহারাজ বীর বিক্রম মানিক্য বাহাদুরের কীর্তি শালা এবং তার স্মৃতিসৌধ ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে দেওয়ার জন্য এটিকে নতুন করে দৃষ্টিনন্দন ভাবে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এটি অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হবে বলে অতি নিক আশা ব্যক্ত করেন৷ আগামী ৬ মাসের মধ্যেই এর নির্মাণ কাজ সম্পন্ন হবে বলেও আশা ব্যক্ত করেন মেয়র৷ তিনি আরো বলেন বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বীর বিক্রম মানিক্য বাহাদুরকে স্মরণীয় করে রাখার জন্য আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তন করে মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর বিমানবন্দর নামে আখ্যায়িত করা হয়েছেহয়েছে৷ সম্প্রতি রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্র কামান চৌমুহনী এলাকাকে মহারাজ বীর বিক্রম মানিক্য বাহাদুরের নামাঙ্কিত রাস্তা হিসেবে রূপায়িত করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *