BRAKING NEWS

সকলকে সরকারী চাকুরী দেওয়া সম্ভব নয় : মন্ত্রী রতন নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ সকলকে সরকারী চাকুরী দেওয়া সম্ভব নয়৷ বুধবার শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে বলেন মন্ত্রী রতন লাল নাথ৷
সকলকে সরকারী চাকুরী দেওয়া সম্ভব নয়৷ এই ক্ষেত্রে নানান প্রতিষ্ঠানের মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হচ্ছে৷ এটাই হচ্ছে ঘড়ে ঘড়ে রোজগার৷ বুধবার শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে বলেন মন্ত্রী রতন লাল নাথ৷ রাজ্যে ১৬৪ টি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করছে ২৪৬০ জন৷ নতুন করে আগরতলা শহরে ওষুধের দোকান খোলা হয়েছে ৭৯১ টি৷  এই তথ্য তুলে ধরেন মন্ত্রী৷  চাকুরী চাইলেই হবে না৷ চাকুরী দিতে হবে৷ ২০২২-২৩ অর্থ বছরে এই টার্গেট পূরণ করা সম্ভব হয়েছে৷ ভারতবর্ষে লোক সংখ্যার  অনুযায়ী এভাবে রক্তদানে শীর্ষ স্থানে রয়েছে ত্রিপুরা৷ এখন মানুষের মানসিকতার পরিবর্তন ঘটনায় নানান সামাজিক অনুষ্ঠানে ব্যপক ভাবে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে৷ এটা রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *