রাজ্য বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন স্পোর্টস স্কুল, রানার্স সিপাহীজলা

ত্রিপুরা স্পোর্টস স্কুল-‌৩                                           

 সিপাহীজলা-‌০

(‌মেরেন-‌২, বিনাতা)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মে।।দাপট অব্যহত রাখলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। অনূর্ধ্ব-‌১৭ আসরের পর অনূর্ধ্ব-‌১৪ বিভাগেও রাজ্য সেরা হলো শুভেনজিৎ সিনহার ত্রিপুরা স্পোর্টস স্কুল। বুধবার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে বালিকাদের স্কুল ফুটবলের ফাইনালে কার্যত একতরফা খেলে ত্রিপুরা স্পোর্টস স্কুল পরাজিত করে সিপাহীজলা জেলাকে। বিজয়ী দলের মেরেন জমাতিয়া দুটি গোল করে। সকালে মুষলধারে বৃষ্টির ফলে মাঠ কিছুটা পিচ্ছিল হয়ে পড়ে। এরমধ্যেই শুরু থেকে আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে শুভেনজিৎ এবং রাজেশ রায় চৌধুরির মেয়েরা। ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলারদের দাপটে শুরুতেই সিপাহীজলা জেলার রক্ষণভাগে চিড় ধরে। ওই সুযোগটা কাজে লাগিয়ে ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। মেরেন জমাতিয়ার গোলে। এর ৩ মিনিট পরই ব্যবধান বাড়ায় বিনাতা সিনহা। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করলেও সিপাহীজলার বালিকা ফুটবলাররা কার্যত খেই হারিয়ে ফেলে। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে সিপাহীজলা জেলার জালে শেষবার বল পাঠায় মেরেন জমাতিয়া। ৩-‌০ গোলে এগিয়ে যায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। ৩ গোলে পিছিয়ে পরার পর আর যাতে ব্যবধান না বাড়ে তা মাথায় রেখে রক্ষণাত্তক ফুটবল খেলতে থাকে সিপাহীজলা জেলার ফুটবলাররা। শেষ পর্যন্ত ৩-‌০ গোলে জয় পেয়ে রাজ্য সেরা হলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন অরিন্দম মজুমদার। খেলা শেষে মাঠেই হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রসঙ্গত:‌ এর আগে অনূর্ধ্ব-‌১৭ বালক এবং বালিকা উভয় বিভাগে রাজ্য সেরা হয়েছিলো ত্রিপুরা স্পোর্টস স্কুল।  ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *