সিডনিতে কোয়াড বৈঠক বাতিল করল অস্ট্রেলিয়া, তবে জাপানে জি-৭ মিটিং হচ্ছে

সিডনি, ১৭ মে (হি.স.): সিডনিতে আয়োজিত হতে চলা কোয়াড বৈঠক বাতিল করল অস্ট্রেলিয়া। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে আয়োজিত ঋণ সিলিং আলোচনার কারণে অস্ট্রেলিয়া সফর স্থগিত করেছেন, আর তাই সিডনিতে আয়োজিত হতে চলা কোয়াড মিটিং বাতিল করেছে অস্ট্রেলিয়া।

তবে জাপানে জি-৭ মিটিং হচ্ছেই। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, ভারত ও জাপানের নেতারা এই সপ্তাহান্তে জাপানে জি-৭ বৈঠকে মিলিত হবেন। উল্লেখ্য, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন ঋণ সংকটের মধ্যে জি-৭-পরবর্তী এশিয়া সফরও বাতিল করেছেন। তিনি পাপুয়া নিউগিনি অথবা অস্ট্রেলিয়া যাবেন না।