সোনামুড়ায় বালিকাদের স্কুল ফুটবল চূড়ান্ত পর্যায়ের খেলা আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ মে।। ত্রিপুরা স্পোর্টস স্কুল সেমিফাইনালে পৌঁছলো। কোয়ার্টার ফাইনাল ম্যাচে খোয়াই জেলা দলকে পাঁচ- শুন্য গোলের বড় ব্যবধানে হারিয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুল সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। বিজয়ী ত্রিপুরা স্পোর্টস স্কুলের পক্ষে বিনাতা সিংহ একাই হ্যাটট্রিকসহ চারটি গোল করে। অপর গোলটি হয় লাতোলি জমাতিয়ার পা থেকে। স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগ্যে পরিচালিত রাজ্য ভিত্তিক অনুর্ধ ১৪ বালিকা ফুটবলের টুর্নামেন্ট এখন বেশ জমজমাট পর্যায়ে। সোনামুরা স্পোর্টিং এসোসিয়েশনের মাঠে সোমবার বিকেলে উদ্ভোধনী ম্যাচে খোয়াই  দল ২-০ গোলের ব্যবধানে ঊনকোটি জেলা দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেও আজ দ্বিতীয় দিনে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। তিনদিন ব্যাপী এই টুর্নামেন্টে মোট নয়টি দল অংশগ্রহন করেছে। এর মধ্যে আটটি জেলা থেকে আটটি এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের একটি দল খেলছে। আগামীকাল টুর্নামেন্টের তৃতীয় তথা অন্তিম দিনে সকাল সাড়ে ছয়টায় প্রথম সেমিফাইনাল এবং সকাল সাড়ে আটটায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে দ্বিতীয় সেমিফাইনালে। দুটি সেমিফাইনাল ম্যাচে বিজয়ী দুই দল বিকেল তিনটায় ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। খেলা শেষে মাঠেই এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।