হিমাচল প্রদেশের সিরমোরে খাদে পড়ল গাড়ি, মৃত চারজন

নাহান (হিমাচল প্রদেশ), ১৬ মে (হি.স.) : মঙ্গলবার সকালে সিরমোর জেলায় একটি ভয়াবহ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভোর ৫টা নাগাদ সংগ্রাহ মহকুমার অন্তর্গত। একটি গাড়ি গভীর খাদে পড়ে ২ মহিলা সহ ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক দম্পতি রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

লনাচেতা-রাজগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে লানাচেতা-রাজগড় সড়কের পাবউরের কাছে। দুর্ভাগ্যজনক গাড়িটি রাজগড়ের দিকে যাচ্ছিল। গাড়িটি গভীর খাদে পড়ে যায়।
পুলিশ জানায়, নিহতরা হলেন কমল রাজ (৪০), জীবন সিং (৬৩) এবং তার স্ত্রী সুমা দেবী (৫৪) গ্রামের ফাগু দহন (রাজগড়) এবং রেখা (২৫) থানোগা রাজগড় গ্রামের বাসিন্দা। ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ দুর্ঘটনার খবর পায়। এরপর নওহরধর ফাঁড়ি ও সাংদহ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়।

হাসপাতালে ময়নাতদন্ত শেষে দেহগুলো হস্তান্তরের চেষ্টা শুরু করেছে পুলিশ। গাড়িটি গভীর খাদে পড়ে যাওয়ায় দেহ উদ্ধারে সময় লেগেছে।